বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। এছাড়া, মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (৮ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
এসময় দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দেশের সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।