নব্বই দশকের প্রেমের গল্প ‘হৃদিতা’, আনিসুল হকের হৃদিতা উপন্যাস অবলম্বনে যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান নির্মান করেছেন হৃদিতা সিনেমা। আর আসাদ জামানের কাহিনী সংলাপ ও চিত্রনাট্যে ‘যাও পাঁখি বলো তারে’ সিনেমা নির্মান করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
সম্পূর্ণ নিটেলি প্রেমের ২টি রোমান্টিক সিনেমা এ সপ্তাহে শুভমুক্তি পাচ্ছে। সূধী দর্শকদের প্রেম উপাখ্যান ও সামাজিক সিনেমা দেখার আমন্ত্রণ। হৃদিতা ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটি। গত সপ্তাহ খানি আগে এক অনুষ্ঠানের মাধ্যমে হৃদিতা সিনেমার দুটি গান রিলিজ পায়। তার মধ্যে ‘ঠিকানা বিহিন’ গানটি চন্দন সিনহা গেয়েছেন। গানের কথা লিখেছেন কবীর বকুল ও সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
এই গানের সুটিং হয় সুনামগঞ্জের হাওরে। গানের চিত্রায়নে নায়ক এবিএম সুমন ও নায়িকা পুজা চেরীকে নিয়ে কল্পনার রাজ্যে বসবাস। পুজার পছন্দের গল্প ও পছন্দের লেখক আনিসুল হক, দর্শকদের জন্য ভালো একটি গল্পের নিনেমা হৃদিতা। আগামী কাল ৭ইং অক্টোবর হৃদিতা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির অভিনয়ে এবিএম সুমন, পুজা চেরী, সাবেরী আলম, মানস বন্ধ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল ও আরো অনেকে। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।’যাও পাঁখি বলো তারে’ রোমান্টিক ও ত্রিভূক প্রেমের সিনেমা ‘যাও পাঁখি বলো তারে, এ সপ্তাহের ৭ই অক্টোবর দেশব্যাপি প্রেক্ষাগৃহে শুভমুক্তি পাচ্ছে।
ইতিপূর্বে যাও পাঁখি বলো তারে, সে যেন ভোলেনা মোরে তার বিহনে আমি যাবোগো মরে’ গানটি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এই টাইটেল গানটির কন্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়রা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়জন করেছেন জেকে মজলিশ। সিনেমাটি নির্মান করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। দি অভি কথাচিত্র পরিবেশিত সিনেমাটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া, গান লিখেছেন এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী।
গানের কন্ঠে কোনাল, বেলাল খান, ইলিয়াস হোসেন, মশিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। ক্লিউপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির সম্পাদনায় শহিদুল হক, স্থিরচিত্রে-শাহ সুলতান। ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা, যাও পাঁখি বলো তারেÑ গানটির কোরিও গ্রাফী করেছেন হাবিবুর রহমান, গানে ঠোট মিলিয়েছেন আদর আজাদ ওমাহিয়া মাহি। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়। অভিনয়েঃ আদর আজাদ, মাহিয়া মাহি, শিপন মিত্র, রাশেদ মামুন অপু, সুব্রত, বড় দা মিঠু, মিলি বাশার, রেবেকা, মাসুম বাশার ও লাবণ্য। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। ছবিঃ শাহ সুলতান ও মিন্টু।