পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাল্য বিয়ের শিকার তন্বী হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার কোর্টে হস্তান্তর করে রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মিনহাজুর রহমান রাব্বি (২২) মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মজিবর রহমান মাষ্টারের পুত্র।তার গ্রামের বাড়ি তুষখালী ইউনিয়নের শাখাড়িকাঠি এলাকায়। হত্যাকান্ডের শিকার মারিয়া আক্তার তন্বী (১৫) এ বছরের এসএসসি পরীক্ষার্থী।
গত বছরের ১৭ অক্টোবর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুর রহমান সিকদারের বাসায় বাল্য বিবাহ সম্পন্ন হয়। এরপর ওই ছাত্রীকে শ্বশুর বাড়ি নেওয়া হয়। বিয়ের পর কয়েকদিন যেতে না যেতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। কথায় কথায় মারধর করা হয় । তার শরীরে গরম আয়রন দিয়ে ছ্যাকা দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ঘটনার দিন তাকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা প্রচারনা চালানো হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর ভাই মেহেদী হাসান মুন্না বাদী হয় ওইদিন রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে মঠবাড়িয়া
থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, মামলার এজাহারনামীয় ৩ জনকে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়েছে এবং ১ নং পলাতক আসামিকে গতকাল গ্রেপ্তার করে সকালে কোর্টে পাঠানো হয়েছে ।