লংলা আধুনিক ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে। সামাজিক সংঘঠন পুওর ফাউন্ডেশনের উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী সায়েম উদ্দিন চৌধুরীর অর্থায়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন কুলাউড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। ২২ আগষ্ট লংলা আধুনিক ডিগ্রী কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষ্যে চারা রোপণ ও প্রায় সাত শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজসহ বিভিন্ন প্রজাতির চারা প্রদান করা হয়।
কলেজ অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্ত্বে ও প্রদর্শক সমরেশ দাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম পংকি। স্বাগত বক্তব্য রাখেন পুওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজু।
এছাড়া এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার, নাজমা বানু, প্রভাষক গায়েত্রী চক্রবর্তী, আব্দুল মালিক, আক্তার হোসেন সহ কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে বিকেলে পূর্ব আমানিপুর জামে মসজিদ ও আমানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান স্টেইট আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন চৌধুরীর অর্থায়নে।