বাংলাদেশ স্কাউট্স সিলেট রেলওয়ে জেলার ব্যাবস্থাপনায় ও লন্ডন প্রবাসী বোন তাসলিমা বেগম মজুমদার ও মুহাম্মদ রাসেদ রহমান সরকার এর অর্থায়নে বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার রোভারদের সরাসরি কায়িক শ্রমে এক গৃহহীন পরিবারকে উন্নত মানসম্মত বসত ঘর নির্মাণ করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার ২০ আগস্ট ২০২২ ইং, সুনামগন্জের, শান্তিগঞ্জ উপজেলার, উজানীগ্রামের গৃহহীন মো. নুর উদ্দিন কে ঘর উপহার দেওয়া হয়।
ঘর হস্তান্তরে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট্স সিলেট রেলওয়ে জেলার সম্পাদক, মো: আনিছুর রহমান সরকার এহিয়া দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, মানুষ মানুষের জন্যে আমরা প্রত্যকে যার যার অবস্খান থেকে অসহায় মানুষের পাশে দারানো উচিত তার প্রতিশ্রুত অনুযায়ী ঘরের নির্মান কাজ প্রবাসীদের অর্থায়নে সম্পন্ন হয়েছে। নতুন ঘর পেয়ে নুর উদ্দিন আনন্দে অভিভূত এবং তিনি শান্তিতে থাকতে পারবেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘর হস্তান্তরে উপস্থিত ছিলেন জেলার যুগ্ন সম্পাদক মো: আতিকুর রহমান, জেলা স্কাউট্স লিডার শামীম আহমদ, রোভার লিডার মো ইউসুফ আহমদ, রোভার রুহিদুল ইসলাম, আরিফ আহমদ, ফাহিম আহমদ, ইমরান হোসেন, নুরুল ইসলাম, রিয়া, সাকি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো জানা যায় বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার নিজস্ব অর্থায়নে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত মানুষদের নিজ সামর্থ্য অনুযায়ী কিছু সংখ্যক বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছে। যার ফলে বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার প্রত্যেকটা ইউনিট কৃতজ্ঞ সফল জেলা সম্পাদক যার দুর্ধর্ষ সাহসিকতায় ও সকল ইউনিটের সহযোগিতায় সফল ভাবে কাজ সম্পূর্ণ হয়েছে।