গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় গোপালগঞ্জের জেলা জজ অমিত কুমার দে, ফরিদপুরের জেলা জজ মো. আকবর আলী শেখ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন উপস্থিত ছিলেন।