উন্নত সেবা নিশ্চিত না করায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)।
রোববার (১ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এই সিদ্ধান্ত কার্যকর হলে গ্রামীণফোনের সিম বিক্রির ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তিনি জানান, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে। এখন সিম বিক্রি করতে পারবে।
এর আগে গত বছরের ২৯ জুন উন্নত সেবা নিশ্চিত করতে না পারার অভিযোগে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানিয়েছিলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।