রংপুরের মিঠাপুকুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলায় ১৩৫ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজা উৎসব পালন করা হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন ও মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান।
আলোচনায় আনসার সহ ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে পূজা উদযাপনে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। বিভিন্ন মন্ডপের সভাপতি, সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দরা সভায় অংশগ্রহন করে।মন্ডপে উৎসবকে নিরাপদ ও জাঁকজমক করতে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, মেলা সীমিত করা, মাত্রাতিরিক্ত স্বরে শব্দ ব্যবহার না করা ও সুষ্ঠও শান্তি পূর্ণ ভাবে যাতে সনাতন ধর্মালম্বীরা প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারে তার সিদ্ধান্ত গৃহীত হয়।