পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি সদস্য সহ দু,জনের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানাযায় উপজেলার টিকিকাটা ইউনিয়নের বয়াতির হাট বাজারে আঃ হালিম এর ছেলে আল মামুন পাশ্ববর্তী খলিলুর রহমান মধুর দোকান ঘর ভাড়া নিয়ে গ্লোবাল কোচিং সেন্টার করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে।
সে সুবাদে খলিলুর রহমান মধুর ছেলে আবু বক্কর একটি বাইক (গাড়ি) বিক্রি করতে চাইলে ভাড়া টিয়ে মামুন গাড়িটি এক লক্ষ টাকায় ক্রয় করার সম্মতি জানান,কিন্তু গাড়ির সঠিক কাগজ পত্র তার নামে না থাকায় মামুন গাড়ি ক্রয় করবেনা বলে অনিহা প্রকাশ করেন। এক পর্যায়ে মামুন আবু বক্কর কে আশি হাজার টাকা নগদ পরিশোধ করিবে এবং বাকি বিশ হাজার টাকা গাড়ির কাগজ পত্র গুছিয়ে দিলে তখন পরিশোধ করিবে বলে জানান।
এ নিয়ে সোমবার রাতে বয়াতির হাট বাজারে বসে উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে এক পর্যায়ে মধুর ছেলে আবু বক্কর মামুন কে চেয়ার দিয়ে পিটান শুরু করে,এমন সময়ে পাশ্ববর্তী দোকানে বসে থাকা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হেলাল মৃধা ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রাজিব তারা গিয়ে উভয় কে থামানোর চেষ্টা করলে আবু বক্কর, জুবেল,ও তাদের পিতা খলিলুর রহমান মধু সহ তার বংশের লোকজন মিলে ইউপি সদস্য হেলাল মৃধা ও মামুন কে পিটিয়ে আহত করে ফেলে।
পরে স্হানীয়রা মঠবাড়িয়া থানা পুলিশ কে ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবু বক্করের চাচা মিরাজ ও জালাল কে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান মারামারির খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা স্হল থেকে দু,জনকে নিয়ে আসা হয়েছিলো,পরবর্তীতে চেয়ারম্যানের মাধ্যমে শালিস বৈঠক করার সিদ্ধান্তে ছেড়ে দেওয়া হয়েছে।