চলতি বছর শেষের দিকে। তাই বছরের সেরা মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে বিশেষ ফিচার এনেছে ইনস্টাগ্রাম। কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করেই এসব মুহূর্তগুলোকে নিয়ে ইনস্টা রিল তৈরি করে পোস্ট করতে পারবেন। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক-
১। প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করে স্ক্রিনের নীচের দিকে রিল বাটনে ট্যাপ করুন। এর পরে ডান দিকের উপরে ক্যামেরা আইকনে ট্যাপ করুন
২। এরপরে পছন্দের টেমপ্লেট সিলেক্ট করুন। এই জন্য স্ক্রিনের নীচে টেমপ্লেট অপশন সিলেক্ট করুন। এখানে আপনি ইনস্টাগ্রামে তৈরি করা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন।
৩। একবার টেমপ্লেট সিলেক্ট করার পরে রিলে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারবেন।
৪। ছবি ও ভিডিও সিলেক্ট করার পরে ইনস্টাগ্রাম নিজ থেকেই আপনার ২০২২ রিকপ রিল তৈরি করে দেবে। আপনি চাইলে সেভ সিলেক্ট করে নিজের ডিভাইসে এই রিল সেভ করতে পারবেন।
তবে অনেকেই হয়ত ভাবছেন, ইনস্টাগ্রামে বছর জুড়ে যেসব ছবি বা ভিডিও শেয়ার করেছেন, সেসব থেকেই এই রিল বানানো যাবে। বিষয়টি তেমনটি নয়। আপনার স্টোরে থাকা ছবি বা ভিডিও দিয়েও চাইলে এই রিল বানানো যাবে।