আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে সদস্য পদে বর্তমান ২ জনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং আসনে সদস্যা পদে বর্তমান ২ জনসহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান সদস্য ২ জনের মধ্যে সেলিম আহমদ ও মাহবুবুর রহমান মান্না, সাবেক পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, বদরুল আলম ও সৈয়দ আশফাক হোসেনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে বর্তমান সদস্যা ২ জনের মধ্যে শিরিন আক্তার চৌধুরী মুন্নি ও জোবেদা ইকবাল এবং রেহানা পারভীন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও ২৫ সেপ্টেম্বর রোববার প্রত্যাহারের তারিখ।
এছাড়া আগামী ১৭ অক্টোবর সোমবার কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে এবং সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কুলাউড়া কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ১৮৫ জন ভোটার সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন এবং সংরক্ষিত সদস্যা পদে ১ জন নির্বাচিত করবেন বলে জানান তিনি।