ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনার খবর মুহূর্তেই জানিয়ে দিল আইফোন

আইফোন ১৪ সিরিজের ফোনের নতুন ফিচার ক্র্যাশ ডিটেকশন। এটি ব্যবহারকারীদের কেউ দুর্ঘটনার শিকার হলে মুহূর্তেই জানিয়ে দেবে। সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক নারী। আইফোনের নতুন এ ফিচারের মাধ্যমে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জানতে পারলেন স্বামী। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের আগেই ওই নারীর কাছে পৌঁছে গেলেন স্বামী। 

ঘটনার বিবরণ দিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বামী লিখেছেন, ‘আমার স্ত্রী যখন ড্রাইভ করছিল, তখন আমি ওর সঙ্গেই ফোনে কথা বলছিলাম। মুদি দোকান থেকে জিনিসপত্র কিনে ফিরছিল। হঠাৎ আমি ওর চিৎকার শুনতে পাই এবং কানেকশনও হারিয়ে যায়। তারপর ওর আইফোন থেকে আমার কাছে একটি নোটিফিকেশন আসে। সেখান থেকেই ইঙ্গিত মেলে যে, আমার স্ত্রী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং বিপজ্জনক অবস্থায় আছে। আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে সেখানে অ্যাম্বুল্যান্স আসে।’

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারী ঠিক কখন, কোন জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে তার স্বামীর কাছে জানিয়ে দিয়েছিল আইফোন ১৪’র ক্র্যাশ ডিটেকশন ফিচার। পাশাপাশি আইফোনের এই ক্ষমতা দুর্ঘটনার সুনির্দিষ্ট দৃশ্য শনাক্ত করতে এবং আহতকে দ্রুত সহায়তা দিতে সঠিক স্থানে পৌঁছে যেতে গাইড করে।

এর আগেও বিগত কিছু বছরে অ্যাপল তার গ্যাজেটগুলোর জন্য একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। তার বেশিরভাগই সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের। তেমনই অত্যন্ত জরুরি একটা ফিচার হলো ক্র্যাশ ডিটেকশন ফাংশন, যা সম্প্রতি আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর জন্য। এই ফিচারের সাহায্যে কোনও গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলে চালকের আইফোন থেকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি নম্বরে সংকেত পাঠিয়ে দেয়। এই ফিচার চলতি বছরে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং অ্যাপল ওয়াচ আলট্রা’র জন্য নিয়ে আসা হয়েছে।

এসব গ্যাজেটগুলো তৈরি করা হয়েছে কাটিং-এজ সেন্সরের সাহায্য নিয়ে, যা অল্প সময়ের মধ্যেই গাড়ি দুর্ঘটনা ডিটেক্ট করতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনার খবর মুহূর্তেই জানিয়ে দিল আইফোন

আপডেট সময় ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

আইফোন ১৪ সিরিজের ফোনের নতুন ফিচার ক্র্যাশ ডিটেকশন। এটি ব্যবহারকারীদের কেউ দুর্ঘটনার শিকার হলে মুহূর্তেই জানিয়ে দেবে। সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক নারী। আইফোনের নতুন এ ফিচারের মাধ্যমে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জানতে পারলেন স্বামী। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের আগেই ওই নারীর কাছে পৌঁছে গেলেন স্বামী। 

ঘটনার বিবরণ দিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বামী লিখেছেন, ‘আমার স্ত্রী যখন ড্রাইভ করছিল, তখন আমি ওর সঙ্গেই ফোনে কথা বলছিলাম। মুদি দোকান থেকে জিনিসপত্র কিনে ফিরছিল। হঠাৎ আমি ওর চিৎকার শুনতে পাই এবং কানেকশনও হারিয়ে যায়। তারপর ওর আইফোন থেকে আমার কাছে একটি নোটিফিকেশন আসে। সেখান থেকেই ইঙ্গিত মেলে যে, আমার স্ত্রী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং বিপজ্জনক অবস্থায় আছে। আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে সেখানে অ্যাম্বুল্যান্স আসে।’

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারী ঠিক কখন, কোন জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে তার স্বামীর কাছে জানিয়ে দিয়েছিল আইফোন ১৪’র ক্র্যাশ ডিটেকশন ফিচার। পাশাপাশি আইফোনের এই ক্ষমতা দুর্ঘটনার সুনির্দিষ্ট দৃশ্য শনাক্ত করতে এবং আহতকে দ্রুত সহায়তা দিতে সঠিক স্থানে পৌঁছে যেতে গাইড করে।

এর আগেও বিগত কিছু বছরে অ্যাপল তার গ্যাজেটগুলোর জন্য একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। তার বেশিরভাগই সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের। তেমনই অত্যন্ত জরুরি একটা ফিচার হলো ক্র্যাশ ডিটেকশন ফাংশন, যা সম্প্রতি আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর জন্য। এই ফিচারের সাহায্যে কোনও গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলে চালকের আইফোন থেকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি নম্বরে সংকেত পাঠিয়ে দেয়। এই ফিচার চলতি বছরে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং অ্যাপল ওয়াচ আলট্রা’র জন্য নিয়ে আসা হয়েছে।

এসব গ্যাজেটগুলো তৈরি করা হয়েছে কাটিং-এজ সেন্সরের সাহায্য নিয়ে, যা অল্প সময়ের মধ্যেই গাড়ি দুর্ঘটনা ডিটেক্ট করতে পারে।