মজুরী বৃদ্ধির দাবীতে দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। মঙ্গলবার বিকেলে চলমান ধর্মঘট নিরসনে দ্বিতীয় দফা আন্দোলনরত চা শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে শ্রীমঙ্গলে বৈঠকে বসে।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী ও শ্রমিক নেতৃবৃন্দ।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অগাস্ট বুধবার বিকেল ৪ টায় বাংলাদেশ শ্রম অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে আলোচনায় বসবেন চা বাগান মালিক পক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।ইতোমধ্যে চা শ্রমিক নেতৃবৃন্দ মৌলভীবাজার থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বলে জানা যায়।পৃথকভাবে ২৩ অগাষ্ট ঢাকায় মন্ত্রী ও সচিবের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন,”শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে আন্দোলন অব্যাহত থাকবে।তাঁরা শোকের মাসের কথা বিবেচনা করে ২৩ অগাষ্ট পর্যন্ত রাজপথ অবরোধে চা শ্রমিকরা যাবেন না।বাগানের ভেতর মানববন্ধন,প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচী অব্যাহত থাকবে।”
উল্লেখ্য,শ্রমিকদের দৈনিক ১২০ টাকা থেকে মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন গত ৯ অগাষ্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ২ ঘন্টা করে পালন করছেন।এরপর ১৩ অগাষ্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা ধর্মঘট পালন করেন।১৪ ও ১৫ অগাষ্ট ২ দিন স্থগিত থাকার পর আবার ১৬ আগষ্ট থেকে পূর্ণদিবস ধর্মঘট পালন করেন তাঁরা।