কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনেও কুমিল্লার দাউদকান্দিতে প্রকল্প বাস্তবায়ন (দুর্যোগ ব্যবস্থাপনা) কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারীদের কর্মবিরতি চলছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দ্বিতীয় দিনে ৫ দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
দাউদকান্দি উপজেলা পিআইও অফিসের কার্যসহকারী মোঃ আবির প্রধান বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৫ দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি সমূহ হল- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন।
সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ পদোন্নতি /চলতি দায়িত্ব /নিয়োগের মাধ্যমে পূরন। এ সময় সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।