কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলডিপি নেতা অধ্যাপক মো.গিয়াস উদ্দিন ভূইয়া কে সভাপতি ও মো. শাহ আলম কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ওই সম্মেলন কমিটির অনুমাদন ও ঘোষণা করেন প্রধান অতিথি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।
অনুষ্ঠানে অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি এ কে এম সামছুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও ২নং বাতাঘাসী প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজ।
এসময় পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহম্মেদ জাকি ও পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক শাহ আলম, এলডিপি নেতা আবদুছ সামাদ, জাহাঙ্গীর আলম, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাষ্টার, গণতান্ত্রিক যুবদল নেতা মোবারক হোসেন, হারুন অর রশিদ, সলিমুজ্জামান সলিম মিয়া, আবদুর রশিদ, চারু মিয়া, বাকী বিল্লাহ, বাশার, অলি শেখ, মনির হোসেন শানুসহ উপজলা এলডিপি, অঙ্গ ও সহযাগী সংগঠনের নতা-কর্মীরা।