রাজনৈতিক প্রতিহিংসার মামলায় ফাঁসির আদেশ হওয়ার পর থেকে কারাগারে বন্দি অবস্থায় সারাক্ষণ শুধু মৃতুর কথা ভাবতাম। কিন্তু গত ৫আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হওয়ার পর আমি সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমানিত হয়েছি। আমি কখনো ভাবতে পারিনি দীর্ঘ ১৩ বছর পর জীবিত অবস্থায় আপনাদের মাঝে আবারো ফিরে আসব। তিনি আরো বলেন, এখন মুক্ত বাংলাদেশ। সত্যের পক্ষে উচ্চস্বরে কথা বলার সময়। তাই বাকি জীবনটা ন্যায় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে চাই। যে সকল আলেম ওলামাদের ফাঁসি দেওয়া হয়েছে তা অন্যায় ভাবে দেওয়া হয়েছে। তাই ওই রায়ের সাথে জড়িতদের চিহিৃত করে তাদেরকে বিচারের আওতায় আনাতে হবে। গতকাল বৃহস্পতিবার (১২জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মাও. কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারী মাও. এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রোস্তম আলী, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদের সদস্য আব্দুল হান্নান, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আনারুল ইসলাম, রংপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল গনি, ইসলামী বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি একরামুল হক সরকার দুলু। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী মাও. মেনহাজুল ইসলাম ও অধ্যক্ষ আহসান হাবিব।
দলীয় সুত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বিগত ২০০৮সালে মহাজোটের প্রার্থী হিসেবে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতীদ্বন্দিতা করেছেন। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবেন।
সংবাদ শিরোনাম ::
-বদরগঞ্জে এটিএম আজহারুল ইসলাম
এখন মুক্ত বাংলাদেশ সত্যের পক্ষে উচ্চস্বরে কথা বলার সময়
-
নুরুন্নবী, ব্যুরো চিফ
- আপডেট সময় ০৮:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ৫৫৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ