ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবের সেরা ভিডিও’র তালিকায় চড়ের সেই দৃশ্য

ইউটিউব প্রকাশ করেছে এ বছরের সেরা ভিডিও এবং ক্রিয়েটরদের তালিকা। সেখানে ইউএস ট্রেন্ডিং ভিডিও’র তালিকায় শীর্ষ স্থান পেয়েছে জনপ্রিয় মাইনক্র্যাফট ক্রিয়েটর টেকনোব্লেড। এবছরই টেকনোব্লেড মাত্র ২৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান। তার সেই ভিডিও-তে টেকনোব্লেড তার ভক্তদের উদ্দেশ্য করে একটি ফেয়ারওয়েল মেসেজ দেন, যেটা তার বাবা পড়েন। ভিডিওটি ৮৭.৬ মিলিয়নের ওপরে ভিউ হয়েছে।

দ্বিতীয় স্থান পেয়েছে অস্কার অনুষ্ঠানে ক্রিস রককে উইল স্মিথের চড় মারার সেই ভিডিও-টি। ভিডিও-টি সব মিলিয়ে ১০৩ মিলিয়ন ভিউ হয়। আরেকটি জনপ্রিয় ভিডিওর মধ্যে রয়েছে— আরেকজন জনপ্রিয় মাইনক্র্যাফট ক্রিয়েটর ড্রিম। ভিডিও-তে তিনি প্রথমবারের মতো তার মুখাবয়ব উন্মোচন করেন। ৪৭ মিলিয়ন ভিউ পায় সেই ভিডিওটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউটিউবের সেরা ভিডিও’র তালিকায় চড়ের সেই দৃশ্য

আপডেট সময় ০৪:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

ইউটিউব প্রকাশ করেছে এ বছরের সেরা ভিডিও এবং ক্রিয়েটরদের তালিকা। সেখানে ইউএস ট্রেন্ডিং ভিডিও’র তালিকায় শীর্ষ স্থান পেয়েছে জনপ্রিয় মাইনক্র্যাফট ক্রিয়েটর টেকনোব্লেড। এবছরই টেকনোব্লেড মাত্র ২৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান। তার সেই ভিডিও-তে টেকনোব্লেড তার ভক্তদের উদ্দেশ্য করে একটি ফেয়ারওয়েল মেসেজ দেন, যেটা তার বাবা পড়েন। ভিডিওটি ৮৭.৬ মিলিয়নের ওপরে ভিউ হয়েছে।

দ্বিতীয় স্থান পেয়েছে অস্কার অনুষ্ঠানে ক্রিস রককে উইল স্মিথের চড় মারার সেই ভিডিও-টি। ভিডিও-টি সব মিলিয়ে ১০৩ মিলিয়ন ভিউ হয়। আরেকটি জনপ্রিয় ভিডিওর মধ্যে রয়েছে— আরেকজন জনপ্রিয় মাইনক্র্যাফট ক্রিয়েটর ড্রিম। ভিডিও-তে তিনি প্রথমবারের মতো তার মুখাবয়ব উন্মোচন করেন। ৪৭ মিলিয়ন ভিউ পায় সেই ভিডিওটি।