চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চরবাগডাঙ্গার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। জানা যায়, ওমর আলী আওয়ামী লীগ আমলে চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত পায়। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে ককটেলবাজি ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে। সম্প্রতি চরবাগডাঙ্গায় ককটেলবাজির একাধিক ঘটনার অন্যতম আসামি ওমর আলী। চরাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে ওমর গ্রুপের আধিপত্য। তিনি মাদকের গডফাদার বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাবেক চেয়ারম্যান ওমর আলী গ্রেপ্তার
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ৫৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ