কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও লাকসাম রোড এলাকায় সোমবার (১৪ এপ্রিল ) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। সঠিক কাগজপত্র না থাকা ও নিয়ম না মানার কারণে ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়, যার জন্য পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, একটি বাস মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার একই অপরাধের সঙ্গে কাগজপত্র ত্রুটির কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তল্লাশির অংশ হিসেবে আরও ৩টি মোটরসাইকেল আটক করা হয়, যেগুলোর চালকদের হেলমেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে মোট ১১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সামগ্রিকভাবে মোট ৪০ হাজার টাকার মামলা রুজু করা হয় এবং সংশ্লিষ্ট যানবাহনগুলো জেলা ট্রাফিক অফিস, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা যৌথ বাহিনী সূত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এই সম্মিলিত উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা যৌথ তল্লাশি অভিযান পরিচালিত
-
ফয়সাল খান কুমিল্লা ভ্রমণ প্রতিনিধি
- আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ৬০৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ