রংপুর।রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ হতে নানা আয়োজনে শুরু হয় বাঙালি জাতির ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ এই ধারাবাহিকতাকে স্মরণ করে উপজেলা প্রশাসন হাতে নেয় নানান কর্মসূচি
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
রঙিন পাঞ্জাবি, ঢোলের বাজনা আর হাসিমুখে নববর্ষ উদযাপনে অংশ নেন শত শত মানুষ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সুধীজন সাংবাদিক সমাজ,ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা এবং পান্তা-ইলিশ পরিবেশন। দিনব্যাপী নানা আয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে একত্রিত হন স্থানীয় মানুষ, যা বর্ষবরণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন,
“বাংলা নববর্ষ আমাদের বাঙালিয়ানার অন্যতম বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ১৪৩২ সালকে বরণ করতে পেরে আমরা আনন্দিত।”
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক প্রতিনিধি, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্টজনেরা আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।মিঠাপুকুর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি, সম্পাদক পান্তা ভাত উৎসবে দায়িত্ব পালন ছিল বেশ চোখে পড়ার মতো,মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান বিপুল অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত নিরলস পরিশ্রম করে গেছেন।
‘এসো হে বৈশাখ’ সুরে সুর মেলায়, মিলন-মেলায় মুখর হয়ে ওঠে মিঠাপুকুরের জনপদ,দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত ছিল।অনুষ্ঠান শেষের দিকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করনউপজেলা নির্বাহী অফিসার