সোমবার ( ১৪-এপ্রিল)- ২০২৫ সকাল ৯:০০ ঘটিকার সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে সদর পৌরসভা চত্বর পর্যন্ত শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন সদর পৌরসভা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এবং অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (স্হানীয় সরকার বিভাগ) পিংকি সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আল নোমান, সদর উপজেলার নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, এনডিসি মেফতাহুল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী শিল্পগোষ্ঠী, সুধি সমাজ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।