রাজধানীর প্রাণকেন্দ্রে বকশি বাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় আজ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল কবীরের নেতৃত্বে বংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় আনন্দগন পরিবেশে অংশ গ্রহণ করে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা।
ঢাকা আলিয়ার আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি ঢাকা আলিয়ার মেইন গেট থেকে শুরু হয়ে বকশি বাজার মোড়, নবকুমার ইন্সটিটিউশন সম্মুখ, ঢাকা কেন্দ্রীয় কারাগার অফিসের পাশ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মুখ হয়ে সরকার মাদ্রাসা-ই-আলিয়ার মেইন গেটে এসে আনন্দ শোভাযাত্রাটি সমাপ্ত হয়।
উৎসব মূখর পরিবেশে আনন্দ শোভাযাত্রায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে এবং নতুন বছর উদযাপন করেন।