ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে পবিপ্রবিতে সমাবেশ পটুয়াখালী গলাচিপায় বউ-ভাতের অনুষ্ঠান থেকে বর আটক দাবি আদায়ের লক্ষ্যে ইবির প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের লংগদু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নানা অনিয়ম মোহনগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ আমিরুল ইসলামের মৃত্যুতে জমিয়তের শোক প্রকাশ ময়মনসিংহ বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোট পরিচালিত নরসিংদী অবৈধ চীনা ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষনা গাজীপুরে গ্যাসের  অবৈধ সংযোগ বিচ্ছিন্ন আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কু‌মিল্লা রামমালায় সড়‌কে কাভার্ডভ‌্যা‌নের চাপায় ব‌্যবসায়ীর মৃত্যু

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকার বাঁধ হুমকিতে

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরসহ একাধিক গ্রামের তীর রক্ষা বাঁধ। ১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধটি এখন ভয়াবহ নদী ভাঙনের শঙ্কায় রয়েছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদীপাড়ের প্রায় ৫ হাজার ঘরবাড়ি রয়েছে সরাসরি ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। এতে নদীর তল অসমভাবে ক্ষয় হয়ে তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে। নদীর ধারে থাকা ঘরবাড়ি, স্কুল, বাজার, কৃষিজমি ও কবরস্থান এখন সরাসরি ভাঙনের হুমকিতে।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল, এখন ঘরের পাশে চলে এসেছে। প্রতিদিন রাতে ড্রেজারের গর্জনে ঘুমাতে পারি না।’ অনেকে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাসহ অন্তত ১০-১২ জন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল দাবি করেন, ‘সরকারি অনুমতি ও টেন্ডারের মাধ্যমেই বালু উত্তোলন করছি।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তারেক হাসান বলেন, ‘তীর রক্ষা বাঁধের কাছাকাছি ড্রেজিং করলে ভাঙনের ঝুঁকি বাড়বে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছি।’

নড়িয়ার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, নিলাম পাওয়া ব্যক্তিরা শর্ত লঙ্ঘন করায় গত অভিযান চালিয়ে ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে পবিপ্রবিতে সমাবেশ

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কোটি টাকার বাঁধ হুমকিতে

আপডেট সময় ০৬:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরসহ একাধিক গ্রামের তীর রক্ষা বাঁধ। ১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধটি এখন ভয়াবহ নদী ভাঙনের শঙ্কায় রয়েছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদীপাড়ের প্রায় ৫ হাজার ঘরবাড়ি রয়েছে সরাসরি ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। এতে নদীর তল অসমভাবে ক্ষয় হয়ে তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে। নদীর ধারে থাকা ঘরবাড়ি, স্কুল, বাজার, কৃষিজমি ও কবরস্থান এখন সরাসরি ভাঙনের হুমকিতে।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল, এখন ঘরের পাশে চলে এসেছে। প্রতিদিন রাতে ড্রেজারের গর্জনে ঘুমাতে পারি না।’ অনেকে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাসহ অন্তত ১০-১২ জন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল দাবি করেন, ‘সরকারি অনুমতি ও টেন্ডারের মাধ্যমেই বালু উত্তোলন করছি।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তারেক হাসান বলেন, ‘তীর রক্ষা বাঁধের কাছাকাছি ড্রেজিং করলে ভাঙনের ঝুঁকি বাড়বে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছি।’

নড়িয়ার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, নিলাম পাওয়া ব্যক্তিরা শর্ত লঙ্ঘন করায় গত অভিযান চালিয়ে ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।