গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী ঘোষিত ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে মিরপুর-১ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত দীর্ঘ এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তরুণ সমাজ, স্থানীয় মুসলিম জনতা ও সচেতন নাগরিকরা। তারা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে স্লোগান দিতে দিতে অগ্রসর হন।
বক্তারা ইসরায়েলি বাহিনীর উপর মানবতাবিরোধী অভিযোগ এনে বলেন, “গাজায় যা ঘটছে, তা সরাসরি গণহত্যা। অবিলম্বে এই নৃশংসতা বন্ধ করতে হবে।” তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় বক্তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।”
বিক্ষোভ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। উপস্থিত জনতা আশা প্রকাশ করেন, বিশ্ববাসীর চাপেই ইসরায়েল গণহত্যা বন্ধে বাধ্য হবে।