রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ‘Global Strike for Gaza’ কর্মসূচির অংশ হিসেবে ৭ এপ্রিল ২০২৫, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “গাজার নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষের উপর ইসরায়েল যেভাবে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়।” তারা ইসরায়েলি পণ্য ও সকল রকম সহায়তা বর্জনের আহ্বান জানান এবং বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে সারা বিশ্বকে একত্রিত হতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশেষভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ব্যানার নিয়ে অবস্থান নেয় এবং ‘We Stand for Palestine, We Stand for Humanity’ স্লোগানে মুখরিত হয় পুরো চত্বর।
একাধিক বক্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি ইসরায়েল এই নৃশংসতা বন্ধ না করে, তবে বিশ্ববাসী আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ফিলিস্তিনের প্রতি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব রয়েছে।”
মানববন্ধন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় গাজায় নিহত শহীদদের স্মরণে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রমী অবস্থান শুধু ক্যাম্পাসেই নয়, গোটা দেশজুড়ে এক নতুন প্রতিবাদের অনুপ্রেরণা সৃষ্টি করেছে।