ফরিদপুরের সালথায় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ কারণ হচ্ছে যে পরিমাণ টাকা পয়সা বিঘা পতি জমিতে খরচ হয়েছে তার চারভাগের এক ভাগও দাম নেই পেঁয়াজের এক মন পিয়াজের দাম যদি কমের পক্ষে দুই হাজার টাকা হতো তাহলে আমাদের লাভ না হলেও লস হতো না কিন্তু ১০০০ হাজার ৯০০ টাকা যদি এভাবে পেঁয়াজের দাম হয় তাহলে আমাদের ভাগ্যের কি আছে আল্লাহতালা জানেন বর্তমান উত্তোলনের সময় একটা কৃষকের দাম ৮০০ টাকা এবং লাগানোর সময়ও ওরকম করার সময় ও ৮০০ টাকা দাম এবং পরিচর্যার সময় ও ৮০০ টাকা দাম এই হচ্ছে কৃষকের অবস্থা আর সার কীটনাশক কৃষকের নাগালের বাইরে দিন দিন চলে যাচ্ছে এখন কৃষক দিশেহারা কি করবেন তারা ভেবে পাচ্ছে না দিন দিন পেঁয়াজের দাম শুধু নিচের দিকে আসতেছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের পেঁয়াজ যেন কমপক্ষে ২০০০ টাকা করে দাম নির্ধারণ করা হয় তাহলে আমরা বেঁচে থাকব এবং বাংলাদেশ সরকারের কাছে আরেকটা দাবি সেটা হচ্ছে যে সার কীটনাশকের দামটা যেন কমিয়ে দেওয়া হয়। আজ শনিবার ফরিদপুরের ময়নদিয়া বাজারে সর্বোচ্চ দাম হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা সর্বনিম্ন দাম হচ্ছে ৭০০ টাকা মন তাহলে কৃষক কি করে পালবে অতএব সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি পেঁয়াজের দাম টা যেন কমপক্ষে ২০০০ টাকা করা হয়।
ফরিদপুর সালথায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ
-
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর
- আপডেট সময় ০৩:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫২৯ বার পড়া হয়েছে