সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত হানার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার) রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা শাহজাদপুর পৌর সদরের দোলভিটাপাড়া এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দিরে রাতের আধারে মন্দিরের সকল মূর্তি ভেঙে ফেলে।
স্থানীয়রা জানান, গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা একে একে সকল দেব-দেবীর মূর্তি ভাঙচুর করে পালিয়ে যায়। সকালে মন্দিরে প্রবেশ করে ভাঙচুরের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা।
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হিসেবে বিবেচনা করছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দোলভিটাপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, “এটা শুধু মূর্তি ভাঙচুর নয়, আমাদের ধর্মীয় শান্তি ও সহাবস্থানের উপর সরাসরি আঘাত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক।”
এদিকে, ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন সকল সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরির জন্য আহ্বান জানিয়েছে।