কয়রায় পবিত্র ঈদুল -ফিতর শান্তিপূর্ণ ভাবে পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, কৃষি অফিসার সঞ্জয় সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওঃ ওয়ালিউল্ল্যাহ, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান, বিএনপির নেতা এম এ হাসান
পল্লি বিদ্যুতের ডিজিএম কায়ছার রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রার আহবায়ক গোলাম রব্বানী, সাংবাদিক রিয়াছাদ আলী, এস এম এ রউফ, কামাল হোসেন, ফরহাদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সুমন মিয়া, সহকারী কৃষি অফিসার গোলাম নবী প্রমুখ।
সভায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ঈদের নামায আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি, ছিনতাই, যানযট নিরসন ও জরুরী সেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।