কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরীক’কে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় কৈখলা নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় ৬০ বিজিবি’র টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে ২ ভারতীয় নগরিক আটক করা হয়। আটককৃতরা হলো- সঞ্জিত দেব বর্মা (৩০), বিমল দেব বর্মা (২৩) উভয়ের ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা। আটককৃতরা জানায়, তারা পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।এ বিষয়ে অবৈধভাবে পাসপোর্ট বিহীন বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বুড়িচং সীমান্তে বিজিবির হাতে ২ ভারতীয় নাগরিক আটক
-
ফয়সাল খান কুমিল্লা ভ্রমণ প্রতিনিধি
- আপডেট সময় ০৯:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- ৫০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ