পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী মজলিস বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং দ্বীনের অতন্দ্র প্রহরী শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা.-এর নির্দেশনায় রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ১৬ মার্চ ২০২৫, রোববার, মালিবাগ শহীদি মসজিদ ও রামপুরা ওয়াপদা রোড এলাকায় চলাচলকারী যানবাহনের শ্রমিক ও সর্বস্তরের রোজাদার যাত্রীদের মাঝে মোট প্রায় ৪০০ ইফতার প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মালিবাগ শহীদি মসজিদের ইমাম ও খতীব হযরত মাওলানা সাইফুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানযালা, জনাব মোহাম্মদ নূর ইসলামসহ মাদানী মজলিস বাংলাদেশ-এর অন্যান্য কর্মীবৃন্দ। ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা. বলেন, রোজাদারদের ইফতারের সময় ঘরে পৌঁছাতে না পারা এবং ইফতার থেকে বঞ্চিত হওয়া এক বিরাট কষ্টের বিষয়। এ কারণে এই কার্যক্রমের মাধ্যমে রোজাদারদের কষ্ট লাঘব করতে এবং তাদেরকে ইফতার করানোর মহৎ আমলটি সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, “রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে।” শায়খ মুফতী হাফীজুদ্দীন জানান, এই উদ্যোগটি একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজে সহমর্মিতা ও ভালোবাসার পরিবেশ তৈরি হয় এবং মানুষের মধ্যে সহানুভূতি ও সহযোগিতার চর্চা আরও বৃদ্ধি পায়। মাদানী মজলিস বাংলাদেশ-এর এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় এবং সবাইকে আরও বেশি সৎকর্মে নিয়োজিত থাকার তাওফিক দান করার জন্য প্রার্থনা করা হয়।
সংবাদ শিরোনাম ::
মাদানী মজলিস বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার বিতরণ
-
মোহাম্মদ ইসমাঈল হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১১:১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ