কালিয়াকৈরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
মাগুরায় ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে ৭ বছরের শিশু আছিয়া। আলোচিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গাজীপুরের কালিয়াকৈরে এই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার রাতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকার মৃত বাহারুদ্দিনের ছেলে মোহর আলী (৫৯) ও নাটোরের সিংড়া থানার ক্ষিরপোতা বামিহাল এলাকার মৃত আবু তাহেরের ছেলে তফিজ উদ্দিন (৫০)।
এলাকাবাসী, শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কারল সুরিচালা এলাকায় মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন বিকেলে সে বাসার পাশে খেলছিল। এ সময় পেয়ারা খাওয়ানোর কথা বলে পাশের নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান অভিযুক্ত মোহর আলী। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন বৃদ্ধ মোহর আলীকে আটক করে এলাকাবাসী।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষণের ঘটনায় মোহর আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।