ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচং এ পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং এ ২৫ নভেম্বর ২০২২ ইং রাত্র ০১.৪০ ঘটিকার সময় অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ।

ওসি মহোদয়ের নেতৃত্বে এসআই রাকিব হোসেন, এসআই শামছুল আরেফিন, এএসআই আঃ খালেক সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ/পির যাত্রাপাশা মোকামহাটি গ্রামে অভিযান পরিচালনা করিয়া জুয়াড়ী ১. মোঃ বেনু মিয়া(২৬), পিতা-মৃত ছিফত মিয়া , সাং- যাত্রাপাশা (মোকামহাটি), ২. রাহিদুল মিয়া(২২), পিতা-ফুল মিয়া, ৩. মজিবুর মিয়া (২৫), পিতা-কদ্দুছ মিয়া, ৪. সুহেল মিয়া(৩৪), পিতা-আবদাল মিয়া, ৫. গোপাল রবিদাস(২০), পিতা-ভুট্টু রবিদাস, ৬. জিসান আহমেদ মুসন(২১), পিতা-মৃত চান মিয়া, সর্বসাং- দক্ষিণ যাত্রাপাশা, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জদের জুয়া খেলায় ৫,৬৪০/-(পাঁচ হাজার ছয়শত চল্লিশ) টাকা ও ০১ বান্ডেল জুয়া খেলার তাস(কার্ড) সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি অজয় চন্দ্র দেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং এ পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

হবিগঞ্জের বানিয়াচং এ ২৫ নভেম্বর ২০২২ ইং রাত্র ০১.৪০ ঘটিকার সময় অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ।

ওসি মহোদয়ের নেতৃত্বে এসআই রাকিব হোসেন, এসআই শামছুল আরেফিন, এএসআই আঃ খালেক সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ/পির যাত্রাপাশা মোকামহাটি গ্রামে অভিযান পরিচালনা করিয়া জুয়াড়ী ১. মোঃ বেনু মিয়া(২৬), পিতা-মৃত ছিফত মিয়া , সাং- যাত্রাপাশা (মোকামহাটি), ২. রাহিদুল মিয়া(২২), পিতা-ফুল মিয়া, ৩. মজিবুর মিয়া (২৫), পিতা-কদ্দুছ মিয়া, ৪. সুহেল মিয়া(৩৪), পিতা-আবদাল মিয়া, ৫. গোপাল রবিদাস(২০), পিতা-ভুট্টু রবিদাস, ৬. জিসান আহমেদ মুসন(২১), পিতা-মৃত চান মিয়া, সর্বসাং- দক্ষিণ যাত্রাপাশা, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জদের জুয়া খেলায় ৫,৬৪০/-(পাঁচ হাজার ছয়শত চল্লিশ) টাকা ও ০১ বান্ডেল জুয়া খেলার তাস(কার্ড) সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি অজয় চন্দ্র দেব।