বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আয়োজনে সিলেট সিক্সারসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছিল মুশফিকুর রহিমকে। ড্রাফট অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথাও বলেছেন মাশরাফি। জানিয়েছেন, মুশফিক সবসময় চ্যাম্পিয়ন, যেকোন ম্যাচে যেকোন সময়।
মাশরাফি বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোন ম্যাচে, যেকোন সময়, যেকোন মুহূর্তে…. ও সবসময় সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোন নিশ্চয়তা আছে? অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর।’
মাশরাফি আরো যোগ করেন, ‘খেলোয়াড় হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন মনে হয় এখানের কারও আছে। এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’
বিপিএলের আসর গুলোতে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেনি সিলেট দল। এবারের আসরে সিলেটের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এখানে প্রত্যেকটা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। চ্যাম্পিয়নের তো কোন নিশ্চয়তা দেয়া যায় না, এটার নিশ্চয়তা নাইও। যত ভালো দলই করেন না কেন চ্যাম্পিয়নের কোন নিশ্চয়তা নেই। অনফিল্ডে যারা ভালো খেলবে তাদের সুযোগ ভালো থাকবে।’