ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন জাপানের

গতকাল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের ‘শক’টা কাটেনি এখনো। এরই মধ্যে আরও এক অঘটন দেখল কাতার বিশ্বকাপ। জাপান হারিয়ে দিল জার্মানিকে। শুরুতে পিছিয়ে পড়েও শেষের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি।

কাগজে কলমে জার্মানি জাপান থেকে ঢের ভালো দল। র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ২৪, আর জার্মানির অবস্থান ১১তে। খেলোয়াড়দের নাম, ধারে-ভারে দুই দলের তুলনা চলে না। সেই জাপানই কি-না হারিয়ে দিল জার্মানিকে!

ওদিকে জার্মানি আক্রমণ সাজাচ্ছিল দারুণ পাসিং ফুটবলের পসরা সাজিয়ে। প্রথমার্ধে তারা পাসই খেলেছে ৪২২টা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় তারা। এগিয়ে যায় ১-০ গোলে।

বিরতির একটু আগে কাই হ্যাভার্টজ যখন দ্বিতীয় বার জাপানের জালে বল জড়ান, তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিতে যাচ্ছে ৪ বারের চ্যাম্পিয়নরা! তবে অফসাইডের খড়্গ তখন পথ আগলে দাঁড়ায় জার্মানদের। ১ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় মুলারদের।

বারদুয়েক জাপান বেঁচে যায় ভাগ্যের জোরে। সেই সৌভাগ্যটাকে জাপানিরা কাজে লাগাল ম্যাচের শেষ দিকে। শুরুটা হলো রিতসু দোয়ানের গোল দিয়ে। তাকুমি মিনামিনোর শটটা ঠেকিয়ে দিলেও আলগা বলে দোয়ানের শটটা ঠেকাতে পারেননি ম্যানুয়েল নয়্যার। ১-১ সমতা ফিরিয়ে তখন রক্তের গন্ধ পেয়ে বসেছে জাপান।

জার্মানি আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিনিট দুই পরে। কিন্তু জশুয়া কিমিখের সেই কর্নারে ফাঁকায় থেকেও হেডটা লক্ষ্যে রাখতে পারেননি গুন্দোয়ান। জার্মানি তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি। জাপান পেরেছে। কউ ইতাকুরার বাড়ানো লং বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তাকুমা আসানো। দারুণ এক ফার্স্ট টাচে ছিটকে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেককে, এরপর বক্সে ঢুকে দুরূহ এক কোণ থেকে করেন গোল। ২-১ এ এগিয়ে যায় নিশীথ সূর্যের দেশ। জার্মানির হারটাও নিশ্চিত হয়ে যায় তখনই।

জার্মানরা অবশ্য তখনও হার মেনে নেয়নি। শেষ কয়েক মিনিটে একটা গোলের জন্য মরিয়া চেষ্টা করেছে তারা। শেষ মুহূর্তে ম্যানুয়েল নয়্যারও উঠে এসেছিলেন আক্রমণে। তবে লাভ হয়নি। শেষ হাসি হেসেছে জাপানই। বিশ্বকাপ তাতে পেয়ে গেছে দ্বিতীয় অঘটনের দেখা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় অঘটন জাপানের

আপডেট সময় ১১:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

গতকাল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের ‘শক’টা কাটেনি এখনো। এরই মধ্যে আরও এক অঘটন দেখল কাতার বিশ্বকাপ। জাপান হারিয়ে দিল জার্মানিকে। শুরুতে পিছিয়ে পড়েও শেষের ঝলকে ২-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি।

কাগজে কলমে জার্মানি জাপান থেকে ঢের ভালো দল। র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ২৪, আর জার্মানির অবস্থান ১১তে। খেলোয়াড়দের নাম, ধারে-ভারে দুই দলের তুলনা চলে না। সেই জাপানই কি-না হারিয়ে দিল জার্মানিকে!

ওদিকে জার্মানি আক্রমণ সাজাচ্ছিল দারুণ পাসিং ফুটবলের পসরা সাজিয়ে। প্রথমার্ধে তারা পাসই খেলেছে ৪২২টা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় তারা। এগিয়ে যায় ১-০ গোলে।

বিরতির একটু আগে কাই হ্যাভার্টজ যখন দ্বিতীয় বার জাপানের জালে বল জড়ান, তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিতে যাচ্ছে ৪ বারের চ্যাম্পিয়নরা! তবে অফসাইডের খড়্গ তখন পথ আগলে দাঁড়ায় জার্মানদের। ১ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় মুলারদের।

বারদুয়েক জাপান বেঁচে যায় ভাগ্যের জোরে। সেই সৌভাগ্যটাকে জাপানিরা কাজে লাগাল ম্যাচের শেষ দিকে। শুরুটা হলো রিতসু দোয়ানের গোল দিয়ে। তাকুমি মিনামিনোর শটটা ঠেকিয়ে দিলেও আলগা বলে দোয়ানের শটটা ঠেকাতে পারেননি ম্যানুয়েল নয়্যার। ১-১ সমতা ফিরিয়ে তখন রক্তের গন্ধ পেয়ে বসেছে জাপান।

জার্মানি আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিনিট দুই পরে। কিন্তু জশুয়া কিমিখের সেই কর্নারে ফাঁকায় থেকেও হেডটা লক্ষ্যে রাখতে পারেননি গুন্দোয়ান। জার্মানি তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি। জাপান পেরেছে। কউ ইতাকুরার বাড়ানো লং বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তাকুমা আসানো। দারুণ এক ফার্স্ট টাচে ছিটকে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেককে, এরপর বক্সে ঢুকে দুরূহ এক কোণ থেকে করেন গোল। ২-১ এ এগিয়ে যায় নিশীথ সূর্যের দেশ। জার্মানির হারটাও নিশ্চিত হয়ে যায় তখনই।

জার্মানরা অবশ্য তখনও হার মেনে নেয়নি। শেষ কয়েক মিনিটে একটা গোলের জন্য মরিয়া চেষ্টা করেছে তারা। শেষ মুহূর্তে ম্যানুয়েল নয়্যারও উঠে এসেছিলেন আক্রমণে। তবে লাভ হয়নি। শেষ হাসি হেসেছে জাপানই। বিশ্বকাপ তাতে পেয়ে গেছে দ্বিতীয় অঘটনের দেখা।