পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে চরম উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে, দীর্ঘ দিন পর পাংশা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা, আগামী দিনে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে পাংশা বাসিদের আগ্রহের শেষ নেই । মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া শেষ প্রান্তে প্রায় । ইতোমধ্যেই বেশিরভাগ মনোনয়নপত্র জমা পড়েছে। মোট ১৫ টি পদে নির্বাচন হবে। তফসীল অনুযায়ী আগামী ২২ ফ্রেরুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ১০/০২/২০২৫ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন , প্রত্যাহার ১১ ফ্রেরুয়ারী, মনোনয়নপত্র যাচাই বাছাই ১২ ফ্রেরুয়ারী, ১৩ ফ্রেরুয়ারী সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। জানা যায়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন গত ৩ রা ফেব্রুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২২শে ফেব্রুয়ারী ভোটগ্রহণ হবে পাংশা পৌরসভা ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত । মোট ভোটার সংখ্যা ১হাজার ৭৩১জন। নির্বাচনে সভাপতি পদে(পদ সংখ্যা-১), সহ-সভাপতি পদে(পদ সংখ্যা-২), সাধারণ সম্পাদক পদে(পদ সংখ্যা-১), সহ-সাধারণ সম্পাদক পদে (পদ সংখ্যা-২), কোষাধ্যক্ষ পদে (পদ সংখ্যা-১) দপ্তর সম্পাদক পদে (পদ সংখ্যা-১), প্রচার সম্পাদক পদে (পদ সংখ্যা-১), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (পদ সংখ্যা-১), ধর্মীয় সম্পাদক (ইসলাম) (পদ সংখ্যা-১), ধর্মীয় সম্পাদক (সনাতন) (পদ সংখ্যা-১) ও কার্যনির্বাহী সদস্য পদে (পদ সংখ্যা-৩) ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে ঘিরে জনমত গঠনে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সর্বশেষ ২০১১ সালের ২২শে মে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র ব্যবসায়ীদের মধ্যে চরম উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে
-
আনোয়ারুল ইসলাম(আনোয়ার) রাজবাড়ী প্রতিনিধি:
- আপডেট সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- ৫২৭ বার পড়া হয়েছে