শরীয়তপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন।
শরীয়তপুর জেলা, ভেদরগঞ্জউপজেলা, সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড নরু মাঝীর বাজার, স্বেচ্ছাসেবক দলের কার্যালয়,উপস্থিতি ছিলেন সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রহমান বেপারী সহ উত্তর তারাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,হিরুল ইসলাম রোকন মাঝী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, রাসেল আসামী ,নিজাম মোল্লা , নবীর মোল্লা , রাজীব মামুদ , ফারুক মাল , সিদ্দিক আলী বেপারী
ইউনিয়ন ছাত্রদল নেতা কর্মী , রিদয় সরকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , মমিনুল ইসলাম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম রোকন মাঝী, বলেন দান করা হল একটি বিনিয়োগ, যা পরকালে সেরা ফলাফল এনে দেয়,দান হল হৃদয়ের এক ধরনের পরিশুদ্ধি; এটি আমাদের আত্মাকে প্রশস্ত করে এবং ভালোবাসা ছড়িয়ে দেয়া
যে ব্যক্তি দান করে, সে আসলে নিজের প্রতি দয়া করে; কারণ দানের মাধ্যমে আমরা নিজেদেরও সমৃদ্ধ করি,
দান করার সময় মনে রাখবেন, আপনি যা দিচ্ছেন, তা আপনার দ্বারা নয়, বরং আল্লাহর দ্বারা দেওয়া হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মো: সোলায়মান
- আপডেট সময় ১২:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- ৫৪৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ