মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ মো:মিনহাজ বয়স (১০)।নিখোঁজের একদিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের। পারিবারিক সূত্রে জানা যায় মো: মিনহাজ বয়স আনুমানিক (১০) গ্রাম নসরতপুর,ওয়ার্ড নং০১, থানা: লাকসাম, জেলা : কুমিল্লা।
শনিবার নিজবাড়ি থেকে সকাল ৮.০০ টায় মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মিনহাজ।কিন্তু সে মাদ্রাসায় যায়নি। পরিবারের আত্মীয় স্বজন ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করে ছেলেকে কোথাও পাওয়া যায় নি।ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা।স্থানীয় ও পারিবারিক সূত্রে আরো জানা যায়, উপজেলার নসরতপুর আল-আকসা ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে মিনহাজ, কিন্তু মাদ্রাসার উদ্দেশ্যে গত ১১ জানুয়ারি বাসা থেকে বের হয় পিতা :সুমন মিয়া ও মাতা :মোছা:শেফালির বড় সন্তান মো:মিনহাজ। ছেলের সন্ধান চেয়ে গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, ও দেশবাসীর কাছে সহোযোগিতা চেয়েছেন মিনহাজের পরিবারের সদস্যগন।কেউ যদি খোঁজ খবর পায় উক্ত নাম্বারে ০১৭৩৯-২২৯৫৫৭ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যগন।