ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউকের চিঠির জবাবে ইউনাইটেড গড়িমসি, মোটা অঙ্কের জরিমানার সিদ্ধান্ত রাজউকের (তৃতীয় পর্ব) অবৈধ ভবন ভাঙার নোটিশের জবাব দেয়নি ইউনাইটেড, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (দ্বিতীয় পর্ব) ওমর আলীর জায়গায় ইউনাইটেডের ময়লা পানি, চলার রাস্তায় দীর্ঘ সাঁকো (প্রথম পর্ব) আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর: উপদেষ্টা নাহিদ ঐতিহাসিক সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র: আ স ম রব খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যা আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক মারা গেছেন কলমাকান্দায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা ওয়ার্ক ওয়ার্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা চরম জনদূর্ভোগ:

সিলেটের গোয়াইনঘাটের পিরিজপুর সোনার হাট রাস্তা গত ৩ বছর ধরে মরণফাঁদে পরিনত রয়েছে।গত বন্যার পর জরুরী মেরামত কাজের টেন্ডার হলেও কাজ শুরু হচ্ছেনা।ঠিকাদার বলছেন ওয়ার্ক ওয়ার্ডার হয়নি।আসছে বর্ষা মৌসুমেও শিক্ষার্থীসহ লক্ষ মানুষের যাতায়াতে আরও দুর্ভোগ অপেক্ষা করছে।
গত বন্যার পর এই রাস্তার কলেজ থেকে আলীরগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ ক্ষতিগ্রস্হ হয়।জরুরী মেরামতের জন্য দেরীতে হলেও প্রায় ৪৩ লক্ষ টাকার টেন্ডার গ্রহন করেন বীরবল নামে ঠিকাদার।ওয়ার্ক ওয়ার্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছেনা বলে জানান তিনি।এ দিকে ভাঙ্গারাস্তায় মাটি দেয়ারশুষ্ক সময় চলে যাচ্ছে। এ উপজেলায় আগাম বন্যা বৃষ্টি লেগেই থাকে। কাজের উদাসীনতা জনদূর্ভোগ আরও বাড়াবে এমন শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। উনাই ব্রীজের কাজ ২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি।এপ্রোচের কাজ বাকী,দুধারে দেয়ার জন্য যে ব্লক তৈরী হচ্ছে তাহা বালু ও কাঁদা মিশ্রিত থাকায় ধরতেই ভেঙ্গে যায়,এলজিইডির সংশ্লিষ্টদের বিষয়টি জানালেও কোন কাজ হয়নি,এমনকি কাজ পরিদর্শনেও কেউ আসেনি এমন অভিযোগ স্হানীয় জনসাধারনের। এ ছাড়া আলীরগ্রাম উত্তরঅংশ থেকে সোনার হাট পর্যন্ত রাস্তা ১০ কোটি টাকা ব্যয়ে ঢাকার এসআর কর্পোরেশন গত বছরের প্রথম দিকে কাজ শুরু করলেও শুধু ভেঙ্গেচুরে রাখা হয়েছে পরগনা বাজারের উত্তর অংশ থেকে।একদিন কাজ হলে ১৫/২০ দিন বন্ধ থাকে,সংশ্লিষ্টরা ঊদাসীন থাকার ফলে অন্তহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় চলচলকারীদের।জরুরী রোগি পরিবহন হচ্ছে ব্যহত কাজের ধীর গতির কারনে।
এলাকাবাসী প্রত্যাশা পিরিজপুর সোনার হাট রাস্তার কাজ দ্রত করতে এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষ আন্তরীক হবেন অন্যতায় অন্তহীন দূর্ভোগের শিকার হতে হবে উত্তর গোয়াইনঘাটের লক্ষাধিক নর নারীর।
ছবি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর সোনার হাট রাস্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজউকের চিঠির জবাবে ইউনাইটেড গড়িমসি, মোটা অঙ্কের জরিমানার সিদ্ধান্ত রাজউকের (তৃতীয় পর্ব)

গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা ওয়ার্ক ওয়ার্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা চরম জনদূর্ভোগ:

আপডেট সময় ০৮:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

সিলেটের গোয়াইনঘাটের পিরিজপুর সোনার হাট রাস্তা গত ৩ বছর ধরে মরণফাঁদে পরিনত রয়েছে।গত বন্যার পর জরুরী মেরামত কাজের টেন্ডার হলেও কাজ শুরু হচ্ছেনা।ঠিকাদার বলছেন ওয়ার্ক ওয়ার্ডার হয়নি।আসছে বর্ষা মৌসুমেও শিক্ষার্থীসহ লক্ষ মানুষের যাতায়াতে আরও দুর্ভোগ অপেক্ষা করছে।
গত বন্যার পর এই রাস্তার কলেজ থেকে আলীরগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ ক্ষতিগ্রস্হ হয়।জরুরী মেরামতের জন্য দেরীতে হলেও প্রায় ৪৩ লক্ষ টাকার টেন্ডার গ্রহন করেন বীরবল নামে ঠিকাদার।ওয়ার্ক ওয়ার্ডার না পাওয়ায় কাজ শুরু হচ্ছেনা বলে জানান তিনি।এ দিকে ভাঙ্গারাস্তায় মাটি দেয়ারশুষ্ক সময় চলে যাচ্ছে। এ উপজেলায় আগাম বন্যা বৃষ্টি লেগেই থাকে। কাজের উদাসীনতা জনদূর্ভোগ আরও বাড়াবে এমন শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। উনাই ব্রীজের কাজ ২২ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি।এপ্রোচের কাজ বাকী,দুধারে দেয়ার জন্য যে ব্লক তৈরী হচ্ছে তাহা বালু ও কাঁদা মিশ্রিত থাকায় ধরতেই ভেঙ্গে যায়,এলজিইডির সংশ্লিষ্টদের বিষয়টি জানালেও কোন কাজ হয়নি,এমনকি কাজ পরিদর্শনেও কেউ আসেনি এমন অভিযোগ স্হানীয় জনসাধারনের। এ ছাড়া আলীরগ্রাম উত্তরঅংশ থেকে সোনার হাট পর্যন্ত রাস্তা ১০ কোটি টাকা ব্যয়ে ঢাকার এসআর কর্পোরেশন গত বছরের প্রথম দিকে কাজ শুরু করলেও শুধু ভেঙ্গেচুরে রাখা হয়েছে পরগনা বাজারের উত্তর অংশ থেকে।একদিন কাজ হলে ১৫/২০ দিন বন্ধ থাকে,সংশ্লিষ্টরা ঊদাসীন থাকার ফলে অন্তহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় চলচলকারীদের।জরুরী রোগি পরিবহন হচ্ছে ব্যহত কাজের ধীর গতির কারনে।
এলাকাবাসী প্রত্যাশা পিরিজপুর সোনার হাট রাস্তার কাজ দ্রত করতে এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষ আন্তরীক হবেন অন্যতায় অন্তহীন দূর্ভোগের শিকার হতে হবে উত্তর গোয়াইনঘাটের লক্ষাধিক নর নারীর।
ছবি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর সোনার হাট রাস্তা।