ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার।

  • প্রিয়া চৌধুরী
  • আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৫১৭ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা থানায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী সবুজ (৩৫) ৮১পাতা ফয়েল পেপারে মোড়ানো হেরোইন ও নগদ অর্থ সহ গ্রেফতার। জানা যায় গত কাল শনিবার রাত ৮/৩০ ঘটিকার সময়
মুগদা থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নির্দেশে এস আই মোঃ সাফায়াত হোসেন মুকুল, এস আই আতাউর রহমান, এ এস আই সুমন অধিকারী এদের নের্তৃত পূর্ব মানিকন নগড় ইউন্নিশ কাটা পাকা রাস্তার মাথায় নূরুল ইসলামের বাড়ির নিচ তলায় থেকে
৮১ পাতা ফয়েল পেপারের মোড়ানো হেরোইন ও নগদ অর্থ ২০৪০ টাকা সহ জব্দ করা হয়। এবং মাদক ব্যবসায়ী সবুজ কে আটক করে পুলিশ।
এ বিষয়ে এলাকা বাসি জানিয়েছেন সে একজন পেশাদার মাদক ব‌্যাবসায়ী । প্রকা‌শ্যে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে মান্ডা, মুগদা, মানিকনগর ,এসব এলাকায় তার বড় ধরনের সিন্ডিকেট রয়েছে।
মাদক নিয়ে কয়েক বার জেল খেটে বের হয়েছে তবুও বন্ধ হয়নি তার এই মাদক ব্যবসা।
কোন এক ছত্র ছায়ায় আবার ও শুরু করে মাদক ব্যবসা।
এ মরন নেশা মাদকের সাথে যাদের হাত রয়েছে তাদের কে আটক করতে কঠোর অভিযান চলছে। মুগদা থানা পুলিশ
মাদক ব্যবসায়ী সবুজ তাহার এসব কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে কঠোর ভূমিকা পালন করছে মুগদা থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান
সবুজ কে গ্রেপ্তারে এলাকার মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী ।
এতে জনগ‌নের নিকট পু‌লি‌শের ভাবমূ‌র্তি বৃ‌দ্ধি পেয়েছে । সবুজের বিরু‌দ্ধে মুগদা থানায় আরো বেশ কিছু মাদকের মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার।

আপডেট সময় ০৪:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মুগদা থানায় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী সবুজ (৩৫) ৮১পাতা ফয়েল পেপারে মোড়ানো হেরোইন ও নগদ অর্থ সহ গ্রেফতার। জানা যায় গত কাল শনিবার রাত ৮/৩০ ঘটিকার সময়
মুগদা থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নির্দেশে এস আই মোঃ সাফায়াত হোসেন মুকুল, এস আই আতাউর রহমান, এ এস আই সুমন অধিকারী এদের নের্তৃত পূর্ব মানিকন নগড় ইউন্নিশ কাটা পাকা রাস্তার মাথায় নূরুল ইসলামের বাড়ির নিচ তলায় থেকে
৮১ পাতা ফয়েল পেপারের মোড়ানো হেরোইন ও নগদ অর্থ ২০৪০ টাকা সহ জব্দ করা হয়। এবং মাদক ব্যবসায়ী সবুজ কে আটক করে পুলিশ।
এ বিষয়ে এলাকা বাসি জানিয়েছেন সে একজন পেশাদার মাদক ব‌্যাবসায়ী । প্রকা‌শ্যে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে মান্ডা, মুগদা, মানিকনগর ,এসব এলাকায় তার বড় ধরনের সিন্ডিকেট রয়েছে।
মাদক নিয়ে কয়েক বার জেল খেটে বের হয়েছে তবুও বন্ধ হয়নি তার এই মাদক ব্যবসা।
কোন এক ছত্র ছায়ায় আবার ও শুরু করে মাদক ব্যবসা।
এ মরন নেশা মাদকের সাথে যাদের হাত রয়েছে তাদের কে আটক করতে কঠোর অভিযান চলছে। মুগদা থানা পুলিশ
মাদক ব্যবসায়ী সবুজ তাহার এসব কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে কঠোর ভূমিকা পালন করছে মুগদা থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান
সবুজ কে গ্রেপ্তারে এলাকার মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী ।
এতে জনগ‌নের নিকট পু‌লি‌শের ভাবমূ‌র্তি বৃ‌দ্ধি পেয়েছে । সবুজের বিরু‌দ্ধে মুগদা থানায় আরো বেশ কিছু মাদকের মামলা রয়েছে।