ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অটোরিকশার চালক।

শনিবার সন্ধ্যার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটাতে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও স্বামী-স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক তাদের স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা যায়। অন্যজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি সেও মারা গেছেন।

এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ১২:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অটোরিকশার চালক।

শনিবার সন্ধ্যার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটাতে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও স্বামী-স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক তাদের স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা যায়। অন্যজনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি সেও মারা গেছেন।

এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সওগাত আলম জানান, ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটায় বাস-অটো সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।