“পুষ্টিহীনতা দূর করব, শিশু খর্বকায় প্রতিরোধ করব” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিশুর খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব নিয়ে ক্যাম্পেইন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত দক্ষিণ শহর গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আশার গান অনলাসের অর্থায়নে ক্যাম্পেইনের আয়োজন করে সোসাইটি ফর পিপলস এ্যাকশন ইন চেঞ্জ এ্যান্ড ইকুইটি-স্পেস।
এসময় বক্তারা বলেন, আমরা সার্ভে করে জানতে পেরেছি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এসব এলাকায় ব্যাপকহারে খর্বকায় শিশু রয়েছে। এর অন্যতম প্রধান কারন মাতৃস্বাস্থ্য ও শিশুর অপুষ্টি। এই অপুষ্টি দূর করতে অধিকহারে জৈব কৃষির ব্যবহার। কারন শিশু খর্বকায় হলে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। তাই এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের খর্বকায় প্রতিরোধে নেয়া হয়েছে বিভিন্ন প্রকল্প।
ক্যাম্পেইনে বক্তারা আরও বলেন, মূলত অপুষ্টির শিকার অনেক শিশুই পর্যাপ্ত খাদ্যগ্রহণ সত্ত্বেও সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। ফলে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে না এবং পরবর্তী সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাদের আন্ত্রিক জীবাণু বা গাট মাইক্রোব অপরিপক্ক থাকার ফলে এমনটা ঘটে।
ক্যাম্পেইনে শিশুর খর্বকায় হওয়ার কারন, খর্বকায় শিশুর ক্ষতিকর প্রভাব, শিশু ও মাতৃস্বাস্থ্যের অপুষ্টি ও খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, সোসাইটি ফর পিপলস এ্যাকশন ইন চেঞ্জ এ্যান্ড ইকুইটি-স্পেস এর নির্বাহী পরিচালক সালাউদ্দিন ব্যাপারী টিটল, প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহা. শফিকুর রহমান, প্রকল্প ম্যানেজার মো. শাহজাহান আলী, ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ আলীসহ অন্যান্যরা।