রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় অজ্ঞাতনামা (৩৫) এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে দৌলতদিয়ায় শ্রমিকের কাজ করার জন্য এসেছেন।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।