বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার ও ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) যৌথ আয়োজনে ৭৬ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র( আসক) ফাউন্ডশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান মন্ডল ও ন্যাশনাল প্লেস সোসাইটির রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দৈনিক মাতৃভূমি পত্রিকার রংপুর জেল ব্যুরো প্রধান সাংবাদিক শহিদুল ইসলাম।আশিকুর রহমান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা এমএ আব্দুল ওয়াহেদ সুমন, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল মিঠাপুকুর থানার এসআই জান্নাত হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি বিধুরঞ্জন বর্মন, সেনবাংলা টেলিভিশনের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি এসএম মুসা মনসুর, প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপি মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’ এবছর এ দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে মিঠাপুকুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জন্মস্থান, জাতি,ধর্ম,বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান ইত্যাদি বিষয়ে বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুর উপজেলায় ৭৬ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
- শহিদুল ইসলাম রংপুর ব্যুরো
- আপডেট সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- ৫০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ