ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা অনুত্তীর্ণ চিকিৎসকদের বিক্ষোভ, বিএসএমএমইউ ভিসি অবরুদ্ধ রংপুরের মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ৫ তিন দিন পেরিয়ে গেলেও হয়নী থানায় মামলা রেকর্ড ‘আমরা সামরিক ট্রেনিং দেব যেন প্রত্যেক ছাত্র রাইফেল চালাতে জানে’ বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত রাজধানীতে হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’ ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সসহ জরুরি সেবায় বিড়ম্বনা, ক্ষুব্ধ স্থানীয়রা আসছে ফারুকীর সিনেমা ৮৪০, দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ বঞ্চিত কর্মকর্তাদের বকেয়া পাওনাসহ পদোন্নতির সুযোগ কতটা যৌক্তিক? সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

আদানির ঘুসকাণ্ডে সংসদে অচলাবস্থা, বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুসকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার। এই অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা। এ সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে হাসিমুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিরোধিতা চলছে, সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি।

কংগ্রেসের দাবি, বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার বিভিন্ন পন্থা ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন। বিরোধীদের পক্ষ থেকে উপহার পাওয়া গোলাপ ও পতাকা হাতে নিয়ে বিজেপি জোটের সাংসদরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।

কংগ্রেস সাংসদরা বলেন, আমরা দ্বন্দ্বে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই নিজেদের বক্তব্য তুলে ধরতে চাই। যদিও ক্ষমতাসীন দল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত কয়েক দিন ধরেই ‘মোদি-আদানি এক হ্যায়’ লেখা টি-শার্ট পরে সংসদে আসেন কংগ্রেস সাংসদরা। মঙ্গলবার প্রিয়াংকা গান্ধীর ব্যাগেও এমনটা লেখা থাকতে দেখা গেছে। গত ২০ নভেম্বর অধিবেশন শুরুর পরই বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক ও বিরোধী দল। একদিকে কংগ্রেস আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাচ্ছে, অন্যদিকে বিজেপির অভিযোগ, সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের যোগাযোগ আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

আদানির ঘুসকাণ্ডে সংসদে অচলাবস্থা, বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস

আপডেট সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুসকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার। এই অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা। এ সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে হাসিমুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিরোধিতা চলছে, সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি।

কংগ্রেসের দাবি, বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার বিভিন্ন পন্থা ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন। বিরোধীদের পক্ষ থেকে উপহার পাওয়া গোলাপ ও পতাকা হাতে নিয়ে বিজেপি জোটের সাংসদরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।

কংগ্রেস সাংসদরা বলেন, আমরা দ্বন্দ্বে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই নিজেদের বক্তব্য তুলে ধরতে চাই। যদিও ক্ষমতাসীন দল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত কয়েক দিন ধরেই ‘মোদি-আদানি এক হ্যায়’ লেখা টি-শার্ট পরে সংসদে আসেন কংগ্রেস সাংসদরা। মঙ্গলবার প্রিয়াংকা গান্ধীর ব্যাগেও এমনটা লেখা থাকতে দেখা গেছে। গত ২০ নভেম্বর অধিবেশন শুরুর পরই বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক ও বিরোধী দল। একদিকে কংগ্রেস আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাচ্ছে, অন্যদিকে বিজেপির অভিযোগ, সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের যোগাযোগ আছে।