সমগ্র পৃথিবীর নিপিড়ীত মানুষের কন্ঠস্বর, ভারত উপমহাদেশের কৃষক আন্দোলনের আপোষহীন ও শিক্ষা বান্দব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবির বীরনগরে।
মাওলানা ভাসানী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ভাসানীর বৈবাহিক স্মৃতি বিজরীত বীরনগর শনিবার দিনব্যাপী আলোচনা সভাটি হয়। মাওলানা ভাসানী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মনোয়ার চৌধুরী মেরিলের সভাপতিত্বে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় সভায় দেশ-বিদেশ থেকে আগত ভাসানী অনুসারি ও ভক্তবৃন্দরা উপস্থিত বক্তব্য রাখেন। মাওলানা ভাসানীর সমাজদর্শনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইকোনমিক সোসাল কমিটির সদস্য মেরিডিয়ান রোমানিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের নেতা রাজেকুজ্জামান রতন, মাওলানা ভাসানী পরিষদের সাবেক ছাত্রনেতা আখতার কামাল, থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক শিক্ষক আবু সাঈদ ও উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু ছায়েম সরদার সহ অনেকেই। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশ বরেণ্য শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।