ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে কৃতি শ্যানন অভিনীত ‘ভেড়িয়া’। সেই ছবির প্রচারেই ব্যস্ত এ অভিনেত্রী। এই ব্যস্ত সময়ের মধ্যেও জবাব দিতে হচ্ছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির ভিএফএক্স-বিতর্কের। যে ছবিতে সীত চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিতর্ক এবং জনরোষের মুখে পড়ে বাদ যেতে চলেছে রাবণের দাড়িও।

‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত কৃতি শ্যানন মুখ খুললেন তার পরবর্তী ছবি ‘আদিপুরুষ’ নিয়ে। সাইফ আলি খানের ‘রাবণ-লুক’ যে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছে, সে ছবিরই সীতা চরিত্রে কৃতি। বললেন, “পরিচালক ওম রাউত যেমন বলেছেন, আমিও তা-ই বলব। ‘আদিপুরুষ’ নিয়ে আমরা সবাই গর্বিত। এই কাজ ইতিহাসের অংশ হয়ে থাকবে। সঠিকভাবে এর মূল্যায়ন হোক, এটাই চাইব।”

জবাবে ওম বলেছিলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ের উপযোগী একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।”

সম্প্রতি প্রচার অনুষ্ঠানে এসে কৃতি ওমের কথার রেশ ধরেই বললেন, “এটাই সুযোগ, বিশ্বের দরবারে নিজেদের ধর্মকে মেলে ধরা, ইতিহাসে জায়গা করে নেওয়া।” তবে সম্প্রতি আইনি জটিলতায় পড়ে নির্মাতারা নাকি সাইফের দাড়ি বাদ দিতে চলেছেন, এমনটাই জানা গেছে। পুরোটাই করা হবে ভিএফএক্স-এর সাহায্যে।

সূত্রের খবর, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু ভিএফএক্স-এর কাজ এখন তাদের নতুন করে করতে হচ্ছে। শুধু সইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তারা। ফলে পোস্ট প্রোডাকশনের খরচ আরও বেড়েছে। সূত্রের মতে, যাবতীয় ভুলভ্রান্তি সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা!

‘আদিপুরুষ’ এর মতো বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য অন্য কারণ দেখছেন নিন্দুকেরা। সেই পরিস্থিতিতেও আশা রাখছেন অভিনেত্রী কৃতি। দেরিতে মুক্তি পেলেও এই ছবি ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে বলে তারও বিশ্বাস।

কথা ছিল, ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তার বদলে নির্মাতাদের ঘোষণা, ছবি মুক্তির দিন ১৬ জুন, ২০২৩।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আদিপুরুষ’ নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

আপডেট সময় ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে কৃতি শ্যানন অভিনীত ‘ভেড়িয়া’। সেই ছবির প্রচারেই ব্যস্ত এ অভিনেত্রী। এই ব্যস্ত সময়ের মধ্যেও জবাব দিতে হচ্ছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির ভিএফএক্স-বিতর্কের। যে ছবিতে সীত চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিতর্ক এবং জনরোষের মুখে পড়ে বাদ যেতে চলেছে রাবণের দাড়িও।

‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত কৃতি শ্যানন মুখ খুললেন তার পরবর্তী ছবি ‘আদিপুরুষ’ নিয়ে। সাইফ আলি খানের ‘রাবণ-লুক’ যে ছবির মুক্তি পিছিয়ে দিয়েছে, সে ছবিরই সীতা চরিত্রে কৃতি। বললেন, “পরিচালক ওম রাউত যেমন বলেছেন, আমিও তা-ই বলব। ‘আদিপুরুষ’ নিয়ে আমরা সবাই গর্বিত। এই কাজ ইতিহাসের অংশ হয়ে থাকবে। সঠিকভাবে এর মূল্যায়ন হোক, এটাই চাইব।”

জবাবে ওম বলেছিলেন, “আমাদের আজকের রাবণ শয়তানের প্রতিরূপ, সে নিষ্ঠুর। যে সীতাকে অপহরণ করেছে, তাকে এখনকার সময়ের উপযোগী একটা চেহারা দেওয়ার কথা ভেবেছি আমরা। এটা শুধু একটা ছবি বা প্রজেক্ট নয়, আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ।”

সম্প্রতি প্রচার অনুষ্ঠানে এসে কৃতি ওমের কথার রেশ ধরেই বললেন, “এটাই সুযোগ, বিশ্বের দরবারে নিজেদের ধর্মকে মেলে ধরা, ইতিহাসে জায়গা করে নেওয়া।” তবে সম্প্রতি আইনি জটিলতায় পড়ে নির্মাতারা নাকি সাইফের দাড়ি বাদ দিতে চলেছেন, এমনটাই জানা গেছে। পুরোটাই করা হবে ভিএফএক্স-এর সাহায্যে।

সূত্রের খবর, ছবি নিয়ে নির্মাতারা আশাবাদী। কিন্তু ভিএফএক্স-এর কাজ এখন তাদের নতুন করে করতে হচ্ছে। শুধু সইফ নয়, ছবির আরও কিছু চরিত্রকে নতুন করে তৈরি করার কথা ভেবেছেন তারা। ফলে পোস্ট প্রোডাকশনের খরচ আরও বেড়েছে। সূত্রের মতে, যাবতীয় ভুলভ্রান্তি সংশোধন করতে এখন প্রযোজনা সংস্থাকে খরচ করতে হবে ৩০ কোটি টাকা!

‘আদিপুরুষ’ এর মতো বড় বাজেটের ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য অন্য কারণ দেখছেন নিন্দুকেরা। সেই পরিস্থিতিতেও আশা রাখছেন অভিনেত্রী কৃতি। দেরিতে মুক্তি পেলেও এই ছবি ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে বলে তারও বিশ্বাস।

কথা ছিল, ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তার বদলে নির্মাতাদের ঘোষণা, ছবি মুক্তির দিন ১৬ জুন, ২০২৩।