বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ ও অস্ত্রবাজদের জায়গা বিএনপিতে নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে তাদের বাধা দিতে হবে। সবাই মিলে তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।
বুধবার নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদরাসা মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, আমরা চাই শান্তি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান ৩১ দফা সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ঐ প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এ সংস্কারের মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছেন সবাই ঐকমত্য পোষণ করেছেন। তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। ৩১ দফা বাস্তবায়নের পর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় বিএনপি সেটাও করবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ আমরা ত্রাণ দিতে এসেছি। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতাকর্মীরা ছুটে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনের পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ বিএনপির রাজনীতি বাংলাদেশের জনগণের রাজনীতি। জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ ।