ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমার ব্যর্থতায় দর্শকদের দুষলেন আয়ুষ্মান

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা মানেই নতুনত্বের ছোঁয়া। গল্প, নির্মাণ ও অভিনয়— সব মিলিয়েই। ‘বাধাই হো’, ‘ভিকি ডোনার’, ‘আন্ধাধুন’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করা এই অভিনেতার সাম্প্রতিক ছবিগুলো ভালো ব্যবসা করছে না। নিজেই জানালেন ব্যর্থতার কারণ।

‘চণ্ডীগড় করে আশিকি’, ‘অনেক’, ‘ডাক্তার জি’— পরপর তিনটি ছবিই ব্যর্থ। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতবাসীদের ‘হোমোফোবিক’ বলল আয়ুষ্মান। তিনি বলেন, ‘আমি এমন বিষয় দিয়ে সিনেমা শুরু করেছিলাম যার ওপর সমাজে ট্যাবু আছে। সিনেমার বিষয় এমন হতে হবে যাতে নির্দিষ্ট কোনো বার্তা থাকবে সমাজে। যা সবাই দেখতে পারবে। বাচ্চারাও দেখবে।’

‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান ও বাণী
‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান ও বাণী

আয়ুষ্মানকে সম্প্রতি প্রশ্ন করা হয় এইভাবে তিনটি ছবির ব্যর্থতা কি তার মনোবলে আঘাত হেনেছে? যার উত্তরে অভিনেতা জানান, তিনি ‘অটুট’। সঙ্গে জানান বক্স অফিসে না চললেও কীভাবে তার সিনেমা সর্বোপরি ভালো ফল করেছে।

এরপরই আয়ুষ্মান জানান, সিনেমার গল্প নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা এত সহজে বন্ধ করতে চান না তিনি। কারণ এটাই তাকে আর সকলের থেকে আলাদা করে রাখে। গতানুগতিক ধারায় চলার সেরকম ইচ্ছেও তার নেই। আয়ুষ্মানের কথায়, ‘এখানেই আসলে বাজেট একটা বড় ব্যাপার। আমার সব ছবিই কম বা মধ্যম বাজেটের। তাই ভরাডুবির সম্ভাবনা কখনোই থাকে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার ব্যর্থতায় দর্শকদের দুষলেন আয়ুষ্মান

আপডেট সময় ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা মানেই নতুনত্বের ছোঁয়া। গল্প, নির্মাণ ও অভিনয়— সব মিলিয়েই। ‘বাধাই হো’, ‘ভিকি ডোনার’, ‘আন্ধাধুন’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করা এই অভিনেতার সাম্প্রতিক ছবিগুলো ভালো ব্যবসা করছে না। নিজেই জানালেন ব্যর্থতার কারণ।

‘চণ্ডীগড় করে আশিকি’, ‘অনেক’, ‘ডাক্তার জি’— পরপর তিনটি ছবিই ব্যর্থ। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই ভারতবাসীদের ‘হোমোফোবিক’ বলল আয়ুষ্মান। তিনি বলেন, ‘আমি এমন বিষয় দিয়ে সিনেমা শুরু করেছিলাম যার ওপর সমাজে ট্যাবু আছে। সিনেমার বিষয় এমন হতে হবে যাতে নির্দিষ্ট কোনো বার্তা থাকবে সমাজে। যা সবাই দেখতে পারবে। বাচ্চারাও দেখবে।’

‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান ও বাণী
‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমার দৃশ্যে আয়ুষ্মান ও বাণী

আয়ুষ্মানকে সম্প্রতি প্রশ্ন করা হয় এইভাবে তিনটি ছবির ব্যর্থতা কি তার মনোবলে আঘাত হেনেছে? যার উত্তরে অভিনেতা জানান, তিনি ‘অটুট’। সঙ্গে জানান বক্স অফিসে না চললেও কীভাবে তার সিনেমা সর্বোপরি ভালো ফল করেছে।

এরপরই আয়ুষ্মান জানান, সিনেমার গল্প নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা এত সহজে বন্ধ করতে চান না তিনি। কারণ এটাই তাকে আর সকলের থেকে আলাদা করে রাখে। গতানুগতিক ধারায় চলার সেরকম ইচ্ছেও তার নেই। আয়ুষ্মানের কথায়, ‘এখানেই আসলে বাজেট একটা বড় ব্যাপার। আমার সব ছবিই কম বা মধ্যম বাজেটের। তাই ভরাডুবির সম্ভাবনা কখনোই থাকে না।’