টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। তবে দলগুলোর ব্যস্ততা শেষ হচ্ছে না এখানেই। ঠাসা সূচিতে আবারও ব্যস্ত হয়ে পড়বে দলগুলো। ২০২৩ সালের আগ পর্যন্ত ক্রিকেটারদের অবকাশ যাপনের সময়ই নেই, এতো সিরিজ আর এতো টুর্নামেন্ট! নিজের দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিতে আগেভাগেই নিজের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
বিশ্বকাপ এবং অ্যাশেজে মন দিতে আগামী বছরের আইপিএল থেকে নিজেকে গুটিয়ে রাখলেন অজি এই অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন কামিন্স। জানালেন অ্যাশেজ ও বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চান তিনি।
কামিন্স বলেন, ‘আগামী বছর আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১২ মাস টেস্ট ও ওয়ানডে দিয়ে ঠাসা আন্তর্জাতিক সূচি থাকবে, তাই অ্যাশেজ ও বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।’
আইপিএলে খেলা কামিন্সের দল কলকাতা নাইট রাইডার্স অবশ্য এটা সহজেই মেনে নিয়েছেন। যে কারণে পরিস্থিতি বোঝার জন্য কলকাতাকে ধন্যবাদ জানিয়ে আরও একটি টুইট করেছেন কামিন্স।
অস্ট্রেলিয়ান এই লিখেছেন, ‘পরিস্থিতিটা বোঝার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। দুর্দান্ত একটা দল। আশা করি যত দ্রুত সম্ভব ফিরতে পারব।’