মারধর, হত্যাচেষ্টা, চুরির অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিনজনের বিরুদ্ধে অধিদপ্তরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এ মামলার অপর দুই আসামি হলো- অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজিজুল ইসলাম প্রতিদিনের ন্যায় ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে বের হন। কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝে পৌঁছালে আনিছুর রহমান ও অসিম কুমার দেশীয় অস্ত্র নিয়ে ওৎপেতে থাকে। তারা আজিজুল ইসলামের গাড়ি রোধ করেন। তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। আজিজুল ইসলাম গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন। মলয় কুমার তার গলা টিপে ধরেন। অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।